Saturday, September 25, 2021

ঝাউডাঙ্গায় প্রতারণা করে বেশি জমি লিখে নেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমি জালিয়াতির মাধ্যমে বড় ভাইয়ের সরলতার সুযোগে বেশি জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ছোট ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটা এলাকায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাথরঘাটা মৌজার ১১৭নং দাগের ৬৫ শতক পৈত্রিক জমি সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত কফিলউদ্দিন সরদারের ছেলে মৃত ইমান আলী সরদার ও একই এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে কাশেম সরদারের যৌথ জমি জালিয়াতি করে কাশেম সরদার নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে এ রেজিস্ট্রির ঘটনা জানাজানি হলে মাত্র ৮ শতক জমি মৃত ইমান আলী সরদারের নামে কাশেম সরদার রেকর্ড করে দেন। আবার ১১৬নং দাগের ২০ শতক জমি জবরদখল করে ক্ষমতার অপব্যবহার করে কাশেম সরদার ও তার দুই ছেলে আব্দুল কাদের ও আব্দুল কালাম রাতারাতি পাঁকা রাস্তার পাশে থেকে সামনের পজিশন ১০ শতকের মতো দখল করে বেঁড়াদিয়ে ঘিরে দেয়।

এমন কী পিছনে থাকা আরও ১০ শতক জমিতে ভাইয়ের সন্তানদের চলাচলে বাঁধা সৃষ্টি করে কাশেম সরদার। জানা যায়, জমি জবরদখলকারী আব্দুল কাশেম সরদার স্থানীয় এক মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে আছেন। আব্দুল কাশেমের বিরুদ্ধে কবরস্থান দখলেরও নজির উঠে এসেছে। ৬১৭নং দাগে পারিবারিক কবরস্থান থেকে ৯ শতক জায়গা নিজের নামে রেকর্ড করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আব্দুল কাশেমসহ তার ছেলেরা। আবার অন্যের ১১৪নং দাগের জমির ভূয়া দলিল দেখিয়ে মৃত ইমান আলী সরদারের ছেলে ইবাদুলের নামে জালিয়াতি করে ১১ শতক জমি রেকর্ড করে দিয়েছে আব্দুল কাশেম। এখন এই জমির পৈত্রিক সূত্রে সাতক্ষীরা সদরের বাবুলিয়া গ্রামের মোকছেদ আলী সরদারের স্ত্রী ঝর্ণা খাতুন মূল মালিক বলে দাবি করছেন। এসব ঘটনায় কয়েকবার স্থানীয়ভাবে শালিশী বৈঠকে বসলেও কাশেম ও তার ছেলেরা দখলই জমি ছাড়তে রাজি না হওয়ায় ভুক্তভোগী জমির মালিক ঝর্না খাতুন সাতক্ষীরা সদর থানায় আব্দুল কাশেম সরদার ও তার দুই ছেলে আব্দুল কাদের ও আব্দুল কালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এঘটনার তদন্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post ঝাউডাঙ্গায় প্রতারণা করে বেশি জমি লিখে নেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AHn24N

No comments:

Post a Comment