Thursday, September 23, 2021

শ্যামনগরে রোটারী ক্লাবের উদ্যোগে রেইনওয়াটার হারবেস্টিং উদ্বোধন https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর শংরকরকাটি গ্রামে ৬টি রেইন ওয়াটার হারবেস্টিং ট্যাংক স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোটারী ক্লাব অব ঢাকা, রোটারী ক্লাব অব কাওরান বাজার-ঢাকা ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা এর অর্থায়নে ও আয়োজনে অসহায় ও দরিদ্র ৬টি পরিবারের পৃথক ভাবে হারবেস্টিং ট্যাংক স্থাপন করে উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট আবু নাওয়াজ ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, খালিকুজ্জামান, রফিকুল ইসলাম রাওলীনিয়াজ আব্দুর রহমান, মামুন আকবার, আতিকুল ইসলাম, গুলরু হাসান, ইয়াসমিন আক্তার, লিংকন, আসাদুজ্জামান আসাদ ও মফিজুল ইসলাম। প্রতিটি ট্যাংক স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করায় ১ হাজার লিটার বিশুদ্ধ পানি সংগ্রহ করে রাখা যাবে। ফলে পানি বাহিত রোগ থেকে পরিত্রাণ ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টি হওয়ায়ভুক্ত ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

The post শ্যামনগরে রোটারী ক্লাবের উদ্যোগে রেইনওয়াটার হারবেস্টিং উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AxoM0x

No comments:

Post a Comment