রবিউল ইসলাম, কাশিমাড়ি (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় এলাকায় গাবুরায় রোটারী ক্লাব অব ঢাকা ও রোটারী ক্লাব অব সুন্দরবন’র যৌথ উদ্যোগে গ্রান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সভাপতিত্বে চাঁদনীমূখায় প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট আবু নাওয়াজ ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, খালিকুজ্জামান, রফিকুল ইসলাম রাওলী, নিয়াজ আব্দুর রহমান, প্রকৌশলী আক্তারুজ্জামান, মামুন আকবর, আতিকুল ইসলাম, গুলরু হাসান, ইয়াসমিন আক্তার, রোটারী ক্লাব অব কাওরান বাজারের লিংকন, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আসাদুর জামান আসাদ, রোটারী ক্লাব অব সুন্দরবনের প্রেসিডেন্ট গাজী শরিফুল আলম মুকুল, প্রকৌশলী গাজী আজমুল গফুর মুকুল, সেক্রেটারি কামরুল করিম, সতীন সাহা প্রমূখ।
প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে প্লান্টটি স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করায় প্রতি ঘন্টায় ১হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা যাবে। উপকূলবাসী লবণাক্ত পানি বেষ্টিত ব-দ্বীপ গাবুরার লোকজন সুপেয় ও বিশুদ্ধ পানির চরম অভাব বিরাজ করছে। ফলে পানি বাহিত রোগ থেকে পরিত্রান ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টিতে প্লান্টটি স্থাপন হওয়ায় সুফল ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
The post শ্যামনগরের গাবুরায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3EZGGMa
No comments:
Post a Comment