ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মাছের ঘেরে পোল্ট্রি লিটার (মুরগির বিষ্টা) ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ঘের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধে গুটুদিয়া গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে মৎস্য ঘের মালিক কাজী জিয়াউর রহমান (৪০)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ২০ ধারা অনুযায়ী ২০হাজার টাকা জরিমানা ধার্য্য অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া মৎস্য ঘেরের কাজে সরকারি রাস্তা ব্যবহার করে ক্ষতি সাধন করার অপরাধে বিকল্প রাস্তা নির্মাণ করে ব্যবহার করার জন্যে ঘের মালিককে নির্দেশ দেওয়া হয়।
The post ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘের ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kYwjPu
No comments:
Post a Comment