Friday, September 24, 2021

সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা https://ift.tt/eA8V8J

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের জেলা শাখার কার্যালয়ে সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বিশ^জিৎ সাধু।

অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলার সভাপতি মন্ডলীর সদস্য সুধাংশু শেখর সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম দাস সোনা, তাপস আশ্চার্য, নারায়ন মন্ডল, ডা: দিনেশ দত্ত, প্রভাষক বিশ^নাথ কয়াল, তপন হালদার, মনোরঞ্জন রায়, অমরেন্দ্র নাথ ঘোষ, ব্রজেন গাইন, প্রভাষক মনোরঞ্জন সরকার, সুজন বিশ^াস, প্রান্ত ঘোষ প্রমুখ।
সভায় আসন্ন দুর্গা পুজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিয়ন কমিটিগুলো দ্রæত গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মহাদেব সরকার ও প্রভাষক নির্মল বৈরাগীকে কো-অপ্ট করে সদস্যভুক্তি করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AISwYg

No comments:

Post a Comment