Wednesday, September 1, 2021

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিয়েছে নর্দান ইউনিভার্সিটি https://ift.tt/eA8V8J

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষ্যে বুধবার সকালে নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট’র চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা অথবা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রথম কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থা করলো। এর আওতায় নর্দান ইউনিভার্সিটির জামানতে প্রথম ধাপে ব্যাংক এশিয়া থেকে ৭৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৩ লাখ টাকা পাবে। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অব.) ও ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান মোল্লা। প্রেসবিজ্ঞপ্তি

The post উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিয়েছে নর্দান ইউনিভার্সিটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WIe5JK

No comments:

Post a Comment