সংবাদদাতা: কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউপি সদস্য প্রার্থী তহমিনা ডলি ও তার পরিবারবর্গের বিরুদ্ধে থানায় মিথ্যা বানোয়ার্ট অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন করেছে।
শনিবার বিকালে উপজেলার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন করে ৪, ৫, ৬ নং ওয়ার্ডবাসী। একই সাথে তারা সংরক্ষিত তিন ওয়ার্ডের প্রাপ্ত ভোট গণনার দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন-শামসুর রহমান, আয়জুল ইসলাম, মধু মোল্লা, মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, আশরাফ আলী, শরিফুল ইসলাম, আলম, জাহানারা, রায়বানু, ঝুমা, লতা, শামিমা খাতুন, খাদিজা, করিমন, জাহানারা, শামসুর নাহার, আফরোজা, ডালিয়া, নিহার বান, নবিছন, ডালিয়া, আফরোজা, হাজিরা, রাশিদা, বুবিনা, আরিফা, আসমা, আখি, মরিয়ম, ডলি, জেসমিন, জাহানারা, নাছিমা, রেহেনা, কুলসুম, রেহেনা খাতুন, আনোয়ারা খাতুন, শারমিন, রহিমন, রোজিনা, নেহার বানু, ছকিনা, শহিদ, রানা, আব্দুল মাজেদ, রিফাত, আরশাদ আলী, মিন্টু, শহিদ, কওসার, শাওন, সোহাগ, ওসমান, মিন্টু, আক্তারুল, শাজাহান, খাদেমুল ইসলাম, কুদ্দুস, কামরুজ্জামান, জুলিয়া খাতুনসহ শতশত নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে ভোট গণনা করার পরে ২ ভোটে নির্বাচিত হয় বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউপি সদস্য প্রার্থী তহমিনা ডলি। এর পরে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান বেনজির হেলাল এক জনসভায় সংরক্ষিত ইউপি সদস্য তহমিনা ডলি নাম উপস্থিত লোকজনের সামনে প্রকাশ করেন।
যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। পরের দিন ২১ সেপ্টেম্বর মাইক প্রতীকের প্রার্থী তহমিনা ডলি জানতে পারেন তার ভোট ও প্রতিদ্ব›দ্বী প্রার্থী রহিমা খাতুনের ভোট সমান সমান হয়েছে। এনিয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রহিমা খাতুন কলারোয়া থানাসহ বিভিন্ন স্থানে হয়রানীমূলক মিথ্যা বানোয়ার্ট অভিযোগ দিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে হয়রানী করার চক্রান্ত চালাচ্ছে। মানববন্ধনে রহিমা খাতুনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
The post সোনাবাড়ীয়ায় ইউপি সদস্য প্রার্থী তহমিনা ডলির পরিবারবর্গকে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3i83OhA
No comments:
Post a Comment