স্পোর্টস ডেস্ক: এবার ইংল্যান্ডে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। তৃতীয় ওয়ানডের আগে তারা জানতে পারে, লিস্টারের টিম হোটেলে রাখা হতে পারে বোমা! এমনকি নিউজিল্যান্ডে ফেরার পথেও বোমা রাখা হতে পারে বিমানে! তবে এমন হুমকির পরও লিস্টারের ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড!
নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান থেকে কিউইদের ছেলেদের ক্রিকেট দল ফিরে গেলেও এখানে তেমন কিছু হচ্ছে না। কিউই ক্রিকেট বোর্ড বলেছে, এই হুমকির সংবাদ ‘বিশ্বাসযোগ্য’ নয়।
জানা গেছে, নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কাছে এই হামলার খবরটি আসে। ঘটনার পর সোমবার পুরোপুরি হোটেল রুমে আবদ্ধ থাকে নারী ক্রিকেটাররা। ডাকা হয় পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদেরও। তখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় পরিত্যক্তই হবে। পরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের মুখপাত্র বলেছেন, ‘ইসিবি হুমকি ভরা একটি ইমেইল পেয়েছে। কিন্তু মেইলটিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ডের নারী দলকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। পরে তদন্ত করে দেখা গেছে বিষয়টি বিশ্বাসযোগ্য নয়।’
পরিত্যক্ত না হওয়ায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ম্যাচটা যথারীতি অনুষ্ঠিত হবে। সফরকারীরা লিস্টারে পৌঁছানোর পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
The post ইংল্যান্ডে নিউজিল্যান্ড দলকে বোমা হামলার হুমকি! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZcaqEZ
No comments:
Post a Comment