Tuesday, September 21, 2021

যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত বাংলাদেশের দিয়া https://ift.tt/eA8V8J

 

যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের আর্চাররাও। কিন্তু খেলা শুরুর আগে দুঃসংবাদ দিয়েছেন দিয়া সিদ্দিকী! করোনা আক্রান্ত হয়েছেন এই আর্চার। যদিও তার কোন উপসর্গ নেই।

রোমানসহ অন্য আর্চাররা অংশ নেওয়ার কথা রিকার্ভ ছেলেদের একক, ছেলেদের দলগত, নারী একক, মিশ্র দ্বৈত ও কম্পাউন্ড এককে। এখন দিয়া করোনা পজিটিভ হওয়ায় তার নারী একক ও মিশ্র ইভেন্টে অংশ নেওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।

আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান বলেছেন, ‘দিয়া যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই করোনা পজিটিভ হয়েছে। যদিও ওর কোন উপসর্গ নেই। আজ খেলা শুরুর আগে আরও একবার পরীক্ষা করা হবে। আমরা আশাবাদী ও নেগেটিভ হয়ে খেলতে পারবে।’

ঢাকা ছাড়ার আগে দিয়া সিদ্দিকীসহ ছয় জন আর্চারের করোনা পরীক্ষা হয়েছিল। এর পরেও দিয়া করোনা পজিটিভ হওয়ায় অবাক আনিসুর রহমান, ‘আমরা তো সবাইকে করোনা টেস্ট করেই পাঠিয়েছি। কিন্ত ওখানে গিয়ে কীভাবে ও পজিটিভ হলো বুঝতে পারছি না।’

আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে। দিয়ার খেলার কথা মেয়েদের রিকার্ভ এককে। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দিয়া ছাড়াও খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়। শুধু অসীম কুমার দাসই খেলবেন কম্পাউন্ড ইভেন্টে। বাকিরা খেলবেন রিকার্ভে।

The post যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত বাংলাদেশের দিয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tUdH7i

No comments:

Post a Comment