Wednesday, September 22, 2021

আশাশুনিতে জলবায়ুর সুবিচারের দাবী https://ift.tt/eA8V8J

বুধবার বিকাল চারটায় আশাশুনি প্রেসক্লাবের সামনে ৩য় দিনের মতো জলবায়ুর ধর্মঘট অনুষ্ঠিত হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনের এবং একশান এইড, ৩৫০ বাংলাদেশের সহযোগতিায় বৈশি^ক জলবায়ু সপ্তাহ উৎযাপন করা।

 

সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছর ২০-২৬ তারিখ পর্যন্ত বৈশি^ক জলবায়ু সপ্তাহ উৎযাপন করে আসছে সারা পৃথিবীর যুবদের সাথে। প্রতি বছরের মত সংগঠনটি এই ধর্মঘট উদযাপন করছে, বুধবার ৩য় দিন চলবে আরো পাঁচ দিন। ফাঁসির মঞ্চে প্রতীকি মৃত্যু চেয়ে তারা আন্দোলন করেন।তারা বলেন ঝলবায়ু পরিবর্তনের কারনে আমরা প্রতিদিন মৃত্যু বরন করছি।তার থেকে একবারে মৃত্যু বরন করা শ্রেয়। পৃথিবীর সর্বমোট কার্বন উৎপাদনের মধ্যে ০.০৩ শতাংশ কার্বন উৎপাদন করে বাংলাদেশ। কিন্ত প্রতি বছর তার মাশুল গুনতে হয় উপকূলবাসীর। সাইক্লোন সিডরের পর থেকে প্রতি এক দুই বছর পরপর এই উপকূলের মানুষ নানান দূর্যোগ দেখেছে। এই দূর্যোগে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। সে সব অপরাধের জন্য উপকূলবাসী মোটেও দায়ী না। তারা বিশ^ নেতাদের কাছে দাবী জানান টেকসই বেঁড়ীবাধ, সুপেও পানি, লবণাক্তাতা প্রসমন এবং কর্বন উৎপাদন কমিয়ে আনার। পাশাপশি শতভাগ নবায়ন যোগ্য শক্তিতে রুপান্তর এবং সবুজ চুক্তির এখনি দরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের নারী পুরুষ। প্রেসবিজ্ঞপ্তি

The post আশাশুনিতে জলবায়ুর সুবিচারের দাবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u4Ao8T

No comments:

Post a Comment