নিজস্ব প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আহসান হাবিব সভাপতি, আব্দুল আলিম সিনিয়র সহ-সভাপতি, এসকে হাসান সাধারণ সম্পাদক, শরিফুজ্জামান মুকুল শিকারী যুগ্ম-সাধারণ সম্পাদক, আকাশ হোসেন সাংগঠনিক সম্পাদক ও এমএম নুর আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে ভোট প্রহন করা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ৩১জন ভোটার ভাটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে এসএম আহসান হাবিব (পত্রদূত) ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিএম আল ফারুক (দৃষ্টিপাত) পেয়েছেন ১৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল আলীম (দেশ সংযোগ) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন বুলু (কালান্তর) পেয়েছেন ১৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এসকে হাসান (ভোরের কাগজ) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) পেয়েছেন ১১ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়া), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগেরবার্তা) ও অর্থ সম্পাদক পদে এমএম নুর আলম (দৃষ্টিপাত ও সত্যপাঠ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার। রিটার্ণিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম ও পোলিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী। নির্বাচন কমিশনারের সার্বিক সহযোগি হিসাবে ছিলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও সদস্য সুব্রত কুমার দাশ।
The post আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আহসান হাবিব, সম্পাদক-হাসান নির্বাচিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nT1vCO
No comments:
Post a Comment