পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে পোপন তথ্যের ভিত্তিতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে
অভিযান পরিচালনা করে মুরালিকাঠি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো.মনিরুল ইসলাম (৫০)কে ৭৩,০০,০০০/-(তিহাত্তর লক্ষ) টাকা মূল্যের ১ কেজি ১৬৬ গ্রাম, ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়।
উল্লেখ্য, বর্ণিত চোরাকারবারী কৌশলে স্বর্ণেরবারসমূহ তার শরীরে (প্যান্টের কোমরে বিশেষ পদ্ধতিতে সেলাই করা অবস্থায়) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামীকে কলারোয়া সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
The post সাতক্ষীরায় ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gQctEV
No comments:
Post a Comment