Wednesday, September 1, 2021

কালিগঞ্জে মাছ চাষীদের বিশেষ পরামর্শ সেবা প্রদান https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার মৌতলায় অবস্থিত শিমু-রেজা এমপি কলেজের পুকুরের মাটি ও পানি পরীক্ষা প্রদানের পাশাপাশি উপজেলা মৎস্যচাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিনের কর্মসূচির আলোকে বুধবার এই বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এসকল কর্মসূচিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমার অধিকারী ও সুমন কুমার ঢালী, ল্যাব টেকনিশিয়ান রতন কুমার রায়, মৌতলা ইউনিয়ন লিফ রায়হান হোসেন ও ভঅড়াশিমলা ইউনিয়ন লিফ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

The post কালিগঞ্জে মাছ চাষীদের বিশেষ পরামর্শ সেবা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y8mTZO

No comments:

Post a Comment