প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): সারা দেশের ন্যায় পাইকগাছায় শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। আগামী ১১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে এ বছরেও করোনার প্রভাবে সীমিত আকারে পূজা-অর্চনা হবে বলে জানান আয়োজকরা।
এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪৯ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ। কয়েক দিনের মধ্যে শুরু হবে প্রতিমায় রঙের কাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, করোনায় সরকারের সব নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে এবার উপজেলার ১৪৯টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উলে¬খ্য, শারদীয় দুর্গাৎসব ১১ অক্টোবর মহাষট্রির মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর মহাদশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে।
The post পাইকগাছায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3o524cD
No comments:
Post a Comment