Saturday, September 25, 2021

মোটিভ ঘোরাতে ব্যাপক তৎপর ধর্ষকের পরিবার: তালায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: তালায় ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমসহ ধর্ষকের পরিবারের সদস্যরা হুমকি প্রদান ও মোটিভ ঘোরাতে ব্যাপক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ও ধর্ষকের আত্মীয় স্কুল শিক্ষিকাসহ ৮-৯জনের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে।

ধর্ষণের শিকার ওই শিশু জানান, ওই রাতে জাহিনসহ তার ৪-৫জন বন্ধু তাকে অপহরণ করে আঠারোমাইল এলাকার দিকে তার এক খালার বাড়িতে নিয়ে যায়। ওই খালাবাড়ির লোকদের সহযোগিতায় জাহিন রাতে তাকে ধর্ষণ করে। পরদিন সকালে ঘটনাটি জানাজানি করার কথা বললে জাহিন তাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে। একপর্যায়ে জাহিনের পিতা, মা ও খালা ঘোনা গ্রামের জমির উদ্দীন শেখের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তমা খাতুন এসে ওই শিশু মেয়েকে মারপিট করে এবং নানান হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামের ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর (১৬) পিতা জানান, তালা উপজেলার সুজনশাহা গ্রামের মশিয়ার রহমান শেখের বখাটে ছেলে জাহিন শেখ (২০) বিভিন্ন সময়ে তার মেয়েকে কুপ্রস্তাব দিতো। বিষয়টি জানতে পেরে জাহিনের পিতা ও মাতাকে অবহিত করি। কিন্তু তারা ঘটনার প্রতিকার না করে উল্টো অশ্লীল ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে। পিতা-মাতার উস্কানি পেয়ে জাহিন তার ৪-৫জন বন্ধুকে নিয়ে ২১ সেপ্টেম্বর রাতে কৌশলে তার শিশু মেয়েকে অপহরণ করে। পরদিন সকাল ১১টার দিকে মেয়ে একা বাড়িতে ফিরে ধর্ষণের কথা জানায়।

স্কুল ছাত্রীর প্রতিবেশি এক দাদা জানান, ধর্ষণ ও মারপিটের ঘটনা জানার পর থানায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ধর্ষকের পরিবারসহ এলাকার প্রভাবশালী মহল নানান হুমকি দিতে থাকে। এমনকি ঘটনাটি ধামাচাপা দিতে নানান ছলচাতুরি করতে থাকে। পরবর্তীতে গ্রামের মানুষের সহযোগিতায় ভুক্তভোগী মেয়েটির পিতা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে। মামলায় ধর্ষক জাহিন শেখ, তার পিতা মশিয়ার রহমান, মা ইয়াসমিন খাতুন ও খালা তমা খাতুনকেসহ অজ্ঞাত আরও ৪-৫জনকে আসামী করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা থেকে ভিকটিম শিশুর ডাক্তারী পরীক্ষা করানোসহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট’র নিকট ২২ধারার জবানবন্ধী রেকর্ড করানো হয়েছে। স্কুল ছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণ, মারপিট ও হুমকি প্রদানের ঘটনায় থানায় মামলা (১১/২১) হয়েছে এবং মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

 

The post মোটিভ ঘোরাতে ব্যাপক তৎপর ধর্ষকের পরিবার: তালায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39zspY2

No comments:

Post a Comment