সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবির নির্বাচনে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ২জন ও সদস্য পদে ৬ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরো জানান-গত ৫সেপ্টেম্বর সকাল ৮টা থেকে মনোনয়নপত্র বিক্রয় হয় এবং ৮সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সভাপতি পদে আব্দুল গফুর, রকিবউদ্দিন ও মশিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি আবুল কাশেম ও জুলফিক্কার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সদস্য পদে আতাউর রহমান, নুর ইসলাম, আলী বক্স, নজরুল ইসলাম, মর্জিনা খাতুন, মনোয়ারা খাতুন মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য-সদস্য পদে ৬জনের বিপরীত কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
The post কলারোয়ায় বিআরডিবির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ সদস্য নির্বাচিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nd6VrJ
No comments:
Post a Comment