Tuesday, September 7, 2021

কলারোয়ার খোরদোয় তুচ্ছ ঘটনায় আহত ৩: আটক দুই https://ift.tt/eA8V8J

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা খোরদোয় তুচ্ছ ঘটনায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দু’জনকে আটক করেছে।

আহতরা জানায়, কলারোয়া উপজেলার খোরদো গ্রামের আনোয়ার গাজীর পুত্র মিঠু গাজী (৪৫) ও মিজিনুর রহমান মিন্টু গাজী (৪০) সহদর দুই ভাই পাশাপাশি বসবাস করে।

৪ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে মিঠু গাজীর স্ত্রী রহিমা বেগম (৩৮) ঝাড়ু দিয়ে তার বাড়িঘর পরিস্কার করার সময় ধুলাবালি উড়ে দেবর মিন্টুর ঘর বাড়িতে ঢোকে ও উঠানের আড়ায় শুকাতে দেওয়া জামাকাপড় ও গামছায় পড়ে। এ সময় মিন্টুর কলেজ পড়ুয়া কন্যা ববি (১৮) বড় চাচি রহিমাকে ধুলা উড়াতে নিষেধ করার কারণে দুই পরিবারের মধ্যে গোলযোগ হয়। ববির বড় চাচা, মিঠু গাজী, উত্তেজিত হয়ে ববির চুল ধরে টানা হেচড়া করে। গলা টিপে ধরে চড় থাপ্পড় মারতে থাকে। ববির মা সেলিনা খাতুন (৩৮) ববির মারপিট ঠেকাতে যায়। মিঠু গাজী ও তার স্ত্রী রহিমা বেগম কাঠের মোটা লাঠি দিয়ে সেলিনার মাথায় ও বুকে পিটে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে বাড়ির উঠানে ফেলে রেখে চলে যায়। পথচারী ও প্রতিবেশীরা গুরুতর আহত সেলিনাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। এই ঘটনায় সেলিনা বাদী হয়ে ভাসুর খোরদো গ্রামের আনোয়ার গাজীর পুত্র মিঠু গাজী (৪৫), মিঠু গাজীর স্ত্রী রহিমা বেগম (৩৮) এর বিরুদ্ধে কলারোয়া থানায় ১টি মামলা দায়ের করে। ৬ সেপ্টেম্বর রাতে খোরদো ফাড়ির এসআই রইচ উদ্দীন অভিযান চালিয়ে মিঠু গাজী ও মিঠু গাজীর স্ত্রী রহিমা খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

The post কলারোয়ার খোরদোয় তুচ্ছ ঘটনায় আহত ৩: আটক দুই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vo9Nqt

No comments:

Post a Comment