Tuesday, September 21, 2021

কলারোয়ার জয়নগরে হ্যাট্রিক জয়ী মেম্বর রওশন খাঁ আর নির্বাচন করবেন না https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউনিয়নের ৮নং জয়নগর ও কৃপারামপুর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ তৃতীয় বার নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ২০০৬ সাল থেকে তার ইউপি নির্বাচন শুরু। সেখান থেকে নানা প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে নিষ্ঠা ও সততার সাথে কাজ করছেন জয়নগর ও কৃপারামপুর বাসীদের জন্য। তিনি টানা তিন বারের ইউপি সদস্য। শুরু থেকেই তিনি মোরগ প্রতিক পেয়ে নির্বাচন করছেন। এবারের নির্বাচনেও তিনি মোরগ প্রতিকের মেম্বর নির্বাচিত হয়েছেন।

ইউপি সদস্য রওশন আলী খাঁ বলেন, এই এলাকার মানুষের নির্ভেজাল ভালোবাসাই আমার সফলতা। জয়নগর ও কৃপারামপুর এলাকার প্রতিটি মানুষ আমার প্রিয় এবং তাদের সুখে দু:খে তাদের পাশে থাকার চেষ্টা করি।

তিনি বলেন, আর নির্বাচন করবেন না। এটাই তার শেষ নির্বাচন। ভবিষ্যতে তিনি নির্বাচন না করলেও ওয়ার্ড বাসীর ভালোবাসার কথা মনে থাকবে ও তাদের পাশেই থাকবেন।

The post কলারোয়ার জয়নগরে হ্যাট্রিক জয়ী মেম্বর রওশন খাঁ আর নির্বাচন করবেন না appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zoN5wp

No comments:

Post a Comment