Tuesday, September 21, 2021

দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: অতিরিক্ত দায়িত্বে থাকা দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. নুজমুল হুসেইন খাঁনের সাথে উপজেলা ও পাঁচটি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে ফুলেল শুভেচ্ছা ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়ার প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাতে এবং পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়। কিন্তু বদলী পরবর্তী এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অদ্যবধি তার নতুন কর্মস্থল দেবহাটাতে যোগদান না করায় আশাশুনী উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন দেবহাটায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে যুক্ত হয়েছেন।

The post দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lLQbFR

No comments:

Post a Comment