এসএম বাচ্চু: করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৫৪৪ দিন পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। কিন্তু সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও শ্রেণি কক্ষে জলাবদ্ধতার সৃষ্টির কারণে আনন্দ যেন ¤øান হতে বসেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (১৯ সেপ্টেম্বর) ও সোমবারের প্রবল বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০টি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও শ্রেণিকক্ষে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।স্কুলের মাঠ গুলোতে কোমর পানি এবং শ্রেণিকক্ষ গুলোতে পানি থৈ থৈ করছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টি কারনে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
এদিকে বুধবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জেলা পর্যায়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়য়র কারনে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান জানান, জলাবদ্ধতা স্কুলগুলোর তালিকা প্রণয়ন করে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। যে সকল স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেগুলোর পাঠদান বন্ধ আছে। বাকি স্কুলগুলোয় পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।
খোঁজনিয়ে জানা যায়, জলবন্ধতার কারণে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গোনালী টেকনিক্যাল কলেজসহ প্রায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ও প্রথমিক তালা সদর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও খেশরা ইউনিয়নের ১৭৫নং ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬০নং দক্ষিণ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪০ নং দক্ষিণ হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫২নং উত্তর শাহাদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খেশরা ইউনিয়নের ১৭৫নং ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম লিয়াকত হোসেনসহ কয়েকজন প্রধান শিক্ষকরা জানান, রবিবারের বৃষ্টিতে স্কুলের ভেতরে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টির ফলে পাঠদান কার্যক্রম বন্ধ আছে। এতে দুইদিন পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, একটি কলেজসহ মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে একদিনের ভারি বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করানো সম্ভব হচ্ছে না।
The post তালায় আশ্বিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CBSv92
No comments:
Post a Comment