জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় নৌকা মার্কার পোস্টার মারায় ও নৌকা মার্কায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এক বয়োবৃদ্ধার বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় চারদিন পরও মামলা রেকর্ড হয়নি। ফলে বয়োবৃদ্ধা বাদীসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
কলারোয়া থানায় দাখিলকৃত অভিযোগে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইনের নৌকা মার্কার কর্মী হয়ে ইউনিয়নের বিভিন্ন জায়গায় পোস্টার মারে উপজেলার বোয়ালিয়া গ্রামের আরিছোন বিবির ভাই আনছার আলি ও ভাইপো রাশেদুল ইসলাম মিন্টু। ভোটে নৌকার প্রার্থী ফেল করলে ওই দিন রাত আনু ১১টার দিকে জয়ী স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসেন হাবিলের কর্মী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত হাজের সরদারের ছেলে মহব্বত আলি, মৃত জাকের সরদারের ছেলে শাহাজুদ্দিন, মৃত আব্দুল হকের ছেলে আব্দুল আলিম, মুনসুর মোল্যা, আল মামুন এসমাইল হোসেন ও মৃত ওসমান মোল্যার ছেলে নাহিদ আরিছোন বিবির (৬০) বাড়ি গিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের কারন জানতে চাইলে তারা আরিছোনের বাড়িঘর ভাংচুর করে। ভাংচুরে বাঁধা দিলে ওই দাঙ্গাবাজরা আরিছোনের কিলঘুষি মেরে জখম করে। একপর্যায় টানা হেঁচড়া করে তারা আরিছোনের কাপড় খুলে শ্লীতহানী করে। ওই দাঙ্গাবাজদের হাত থেকে আরিছোনকে উদ্ধার করতে তার পোতা ছেলে মেহেরুল্লাহ ও দুঃখে আসলে দাঙ্গাবাজরা তাদেরও মারপিট দিয়ে আহত করে। এঘটনায় আরিছোন বিবি বাদী হয়ে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কলারোয়া থানায় গত ২১ সেপ্টেম্বর এজাহার দাখিল করে। কিন্তু এজাহার দাখিলের চারদিন পরও থানায় মামলা রেকর্ড হয়নি। ফলে বাদীসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও আরিছোন বিবি অভিযোগ করেছেন। এবিষয় কলারোয়া থানার ওসির সাথে কথা হলে তিনি বলেন বিষয়টা তদন্ত হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে মামলা হবে।
The post কলারোয়ায় নৌকার কর্মীর বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় মামলা হয়নি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3u9DiZW
No comments:
Post a Comment