Friday, September 24, 2021

ইউপি নির্বাচন: তালায় চেয়ারম্যান প্রার্থীরা পেলেন কত ভোট https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: প্রথম ধাপের স্থগিত নির্বাচন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়। উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫জন, ওয়ার্কার্স পার্টি মনোনীত একজন, বিএনপির সমর্থিত স্বতন্ত্র ২জন প্রার্থী ও জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র ১জন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯জন, সাধারণ সদস্য পদে ৪৪৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তালা সদর, খলিলনগর, তেঁতুলিয়া ৩টি ইউনিয়নে এবার প্রথম ইভিএম ভোট অনুষ্ঠিত হয়।

ব্যালেট পেপারের মাধ্যমে তালার ৮টি ইউনিয়নের ৭৩টি ভোট কেন্দ্রের ৪০৩টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয় ও বাকি ৩ টি ইউনিয়নের ৩১ কেন্দ্রের ১৯২ কক্ষে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারিভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, ১নং ধানদিয়া ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ৫ হাজার ৬০০ ভোট পেয়ে বিজয়ী হন।

নিকটতম প্রার্থী মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট পেয়ে পরাজিত হন।

২নং নগরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুজ্জামান লিপু নৌকা প্রতীক নিয়ে ৭হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের জাহাঙ্গীর আলম ৩হাজার ২৭১ ভোট পেয়ে পরাজিত হন।
৩নং সরুলিয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাই মটোরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী আব্দুর রব পলাশ আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ২৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
৫নং তেতুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আফতাব উদ্দীন চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৩০৬ ভোট পেয়ে পরাজিত হন এবং আনারস প্রতীক নিয়ে মুস্তাফিজুর রহমান ১ হাজার ১২৬ ভোট পান।

৬নং তালা সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরদার জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ৭ হাজার ১১৯ ভোট পেয়ে পরাজিত হন এবং স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান আনারস প্রতীকি ৩ হাজার ১২৪ ভোট পেয়ে পরাজিত হন।
৭নং ইসলামকাটি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী গোলাম ফারুক চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুভাষ সেন নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৬৫ভোট পেয়ে পরাজিত হন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ মটোরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
৮নং মাগুরা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গনেশ দেবনাথ নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ওয়াকার্স পার্টির হিরণময় মন্ডল হাতুড়ি প্রতীক নিয়ে ৩ হাজার ৮০০ ভোট পেয়ে পরাজিত হন।
৯নং খলিষখালী ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মোল্লা সাবীর হোসেন হাতুড়ি প্রতকি নিয়ে ৬ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজাফ্ফর রহমান নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং গাজী রেজাউল ইসলাম ৩ হাজার ২৮১ ভোট পেয়েছেন।
১০নং খেশরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শেখ কামরুল ইসলাম (লাল্টু) ৯ হাজর ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিব হোসেন (রাজু) নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৮৮৬ ভোট পেয়ে পরাজিত হন।
১১নং জালালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এম মফিদুল হক লিটু আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (মুক্তি) নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৫৬ ভোট পেয়ে পরাজিত হন।
১২নং খলিলনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলু নৌকা প্রতীক নিয়ে ১০হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এসএম আজিজুর রহমান রাজু ৭ হাজার ৩৬৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং গোলাম রসুল চশমা প্রতীক নিয়ে ১৩১ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, সারাদিন টিপটিপ বৃষ্টি থাকা সর্ত্বেও উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৫৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছিলো। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

The post ইউপি নির্বাচন: তালায় চেয়ারম্যান প্রার্থীরা পেলেন কত ভোট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XZjgWv

No comments:

Post a Comment