Friday, September 24, 2021

কুল্যা ইউনিয়নে বৃক্ষ বিতরণ উদ্বোধন করলেন নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, জ¦ালানি দেয়, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের নি:স্বার্থভাবে উপকার করে। করোনাকালীন এই সময়ে সব রকমের সভা সমাবেশ সীমিত রয়েছে। গাছের মতো আমাদেরকেও নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে হবে। যেকোন নির্বাচনে দলের পক্ষ থেকে যাকেই নৌকা প্রতীক দেওয়া হবে সবাই মিলে তার জন্যই কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে গাছের মতো নিঃস্বার্থভাবে মানব সেবা করতে হবে। গাছ লাগিয়ে আমরা যেন আমাদের পরিবেশকে সুরক্ষা করতে পারি সেজন্য প্রত্যেককে কমপক্ষে দু’টি করে গাছ লাগাতে হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আশাশুনির গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা মাঠে কাগুজী লেবু গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নে কাজ করেছেন। সাড়ে তিন বছরে তিনি সব কাজ করতে পারেননি। কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমাদের এই সাতক্ষীরা অঞ্চলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক ব্যাপক উন্নয়নের ব্যবস্থা করেছেন। নিজেদের মধ্যে ভেদাভেদ করলে, অন্য দলের প্রার্থীদের সুযোগ করে দিলে এই যে অভূতপূর্ব উন্নয়ন তা মুখ থুবড়ে পড়বে। তাই আগামী ইউপি নির্বাচনে জননেত্রী যাকেই নৌকার মনোনয়ন দিবেন সবাই মেলে এক হয়ে তাকেই বিজয়ী করতে হবে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, আমেরিকা, ভারত সহ বিশে^র অন্যান্য অনেক দেশে করোনা ভাইরাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যথাসময়ে আমাদের সবার জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছেন। তিনি কুল্যা ইউনিয়নের ছয় হাজার পরিবারের মাঝে ৩০ হাজার পিস কাগুজী লেবু গাছের চারা বিতরনের উদ্যোগ নেওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে আশাশুনির ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক হাবিবুর রহমানকে সাধুবাদ জানান।

আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশীদ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, দৈনিক সংকল্প সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, ইউপি সদস্য ইব্রাহিম গাজী, রফিকুল ইসলাম পান্না, আলমগীর হোসেন আঙ্গুর, উত্তম কুমার, আব্দুর রশিদ, বিশ^নাথ সরকার, প্রধান শিক্ষক পরিমল মন্ডল, কুল্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post কুল্যা ইউনিয়নে বৃক্ষ বিতরণ উদ্বোধন করলেন নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XMycGO

No comments:

Post a Comment