নিজস্ব প্রতিনিধি: তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমএম আবুল কালাম আজাদ। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সাধারণ ভোটদের শুভেচ্ছা জানাতে বিজয় শোভাযাত্রা করেছেন চেয়ারম্যানসহ তার কর্মী সর্মথকরা।
শুক্রবার বিকালে শোভাযাত্রাটি সুভাশিনী বাজার থেকে শুরু হয়ে মদনপুর বাজার, তেরছি বাজার, আড়ংপাড়া বাজার, নওয়াপাড়া বাজার, কলিয়া বাজার থেকে দেওয়ানীপাড়া বাজার হয়ে সুভাশিনী বাজারে এসে শেষ হয়।
প্রকাশ, প্রথম ধাপের স্থগিত ইউপি নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস, এম, আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আফতাব উদ্দীন চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৩০৬ ভোট পেয়ে পরাজিত হন এবং আনারস প্রতীক নিয়ে মুস্তাফিজুর রহমান মোস্তাক ১ হাজার ১২৬ ভোট পান।
শোভা যাত্রায়, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সম্বয়ক সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ইউপি সদস্য ডা: দেলোয়ার হোসেন সোনা, মোহাম্মাদ আলী মোড়ল, আলাউদ্দীন সরদার, শংকর দাশ, মশিয়ার রহমান, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতিসহ শতাধিক নেতকর্মীরা অংশ নেন ।
The post তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কালামের বিজয় শোভাযাত্রা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XQZD2A
No comments:
Post a Comment