Wednesday, September 1, 2021

তালার খলিষখালীতে প্রতিবন্ধি দু’ভাইয়ের মানবেতর জীবন https://ift.tt/eA8V8J

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: ভিক্ষুক মায়ের সাথে ২ প্রতিবন্ধি দুই সন্তান। বড় ছেলের নাম হাসান মোড়ল (২৪) আর ছোট ছেলের নাম হোসেন মোড়ল (২০)। তাদের বাড়ি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকরামপুর গ্রামে।

তাদের পিতার নাম গনি মোড়ল। কিন্তু দু:খের বিষয় পিতা থাকতেও নেই। তিনি তার স্ত্রী সন্তান ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। সেই থেকে তাদের মা মলুদা বেগম বর্তমানে ভিক্ষা করে তাদের সংসার চালায়। মানবেতর জীবন যাপন করেন তারা। বড় ভাই হাসান বিবাহিত এবং ১ সন্তানের জনক। কিন্তু তার দু’হাত বিকল। ভাত পর্যন্ত তুলে খেতে পারে না, কাপড় পরতে পারে না।

এক কথায় হাসান প্রতিবন্ধি হয়ে জীবন যাপন করছেন। অন্যদিকে ছোট ভাই হোসেন আলী জানায়, ২০১৩ সালের ৪ জুলাই আমি তখন ক্লাস সিক্সে পড়ি ঐদিন বিকালে আমি বন্ধুদের সঙ্গে দলুয়া কলেজে খেলা করতে যাই। সবাই ছাদের উপরে উঠে খেলা করা অবস্থায় ছাদ থেকে নামার সময় ছাদের উপরে ছিল বিদ্যুতের তার। সেই তারের স্পর্শে ধাক্কা খেয়ে ছাদ থেকে নিচে পড়ি।

 

এ সময় আমার মা আমাকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছে। কিন্তু ভাল হয়নি। উন্নত চিকিৎসা হলে মনে হয় হোসেন সুস্থ হয়ে যেত। কিন্তু এত টাকা তার মা কোথায় পাবে। কারণ সে ভিক্ষা করে সংসারের জীবিকা নির্বাহ করেন। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধি ২ ভাই আকুতি জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের বাড়ি পেয়েছেন তারা। বর্তমানে তারা সেখানে বসবাস করছেন। বর্তমানে দলুয়া বাজারের পাশে শালিকা নদের পাড়ে সরকারি জায়গায় তারা প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বসবাস করছে। প্রতিবন্ধি হোসেন আরও জানান তার ওয়ার্ডের মেম্বর গনেশ বর্মনের চেষ্টায় ও স্থানীয় চেয়ারম্যান মোজাফফার রহমানের অনুগ্রহে তারা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়ে তারা মহাখুশি।

The post তালার খলিষখালীতে প্রতিবন্ধি দু’ভাইয়ের মানবেতর জীবন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BxaNrH

No comments:

Post a Comment