Tuesday, September 21, 2021

সকলে মাস্ক ব্যবহার করলেই করোনার সংক্রমন ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব: সিভিল সার্জন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: নি:সন্দেহে দেশের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান সরকারের দায়িত্ব এবং সরকারি স¦াস্থ্যসেবা খাতে অনেক ঘাটতি রয়েছে যা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। চাইলেই রাতারাতি সেটা কাটিয়ে ওঠাও সম্ভব নয়।

তবে সাধারণ জনগণকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। বারবার সরকারের বিভিন্ন পর্যায় থেকে মাস্ক পরার জন্য বলা হলেও সাধারণ মানুষ, এমন কি শিক্ষিত মানুষও সে বিষয়ে ভ্রুক্ষেপ করছে না। সকলে মাস্ক ব্যবহার করলেই করোনার সংক্রমন ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-সাতক্ষীরা আয়োজিত ’করোনাকালীন স্বাস্থ্যসেবার মান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক মাল্টিস্টেকহোল্ডার সভার আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দুর্যোগকালীন সময়ে বিদ্যমান সুবিধাদি দিয়ে কখনই কাজ হয় না। প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে যেমন সুবিধাদি বাড়াতে হয়, তেমনি বাইরেরও সহযোগিতা লাগে। করোনা শুধু আমাদের জন্যই নয়, সারা পৃথিবীর জন্যই এক মহাদুর্যোগ। আর দুর্যোগের সময় কিছুটা বিশৃংখলা তৈরি হবেই। ২১ সেপ্টেম্বর বিকাল ৩:৩০ মিনিটে জুম অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক-সাতক্ষীরার সভাপতি পবিত্র মোহন দাশ।

এর আগে সভার শুরুতে সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সনাক সাতক্ষীরার সদস্য এবং সভা আয়োজন উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জী। তিনি করোনা ভাইরাস সংকট মুহুর্তে ডাক্তারদের ভুমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি করোনাকালীন সময়ে বেসরকারি ক্লিনিকগুলোর মাত্রাতিরিক্ত বিল আদায় ও রোগীদের হয়রানি কথা এবং করোনায় মৃত্যুর সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের পার্থক্য তুলে ধরেন। এরপর টিআইবি’র খুলনা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন স্বাস্থ্যখাতে টিআইবি’র কার্যক্রমের উদ্দেশ্য ও লক্ষিত ফলাফল বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য কতৃপক্ষের সাথে সাধারণ জনগণের সেতু বন্ধন তৈরি করা।

এরপর সনাক সাতক্ষীরার পক্ষ থেকে কি-নোট উপস্থাপন করেন সনাক সাতক্ষীরার সদস্য এবং স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক, ডা: সুশান্ত কুমার ঘোষ। কি-নোট উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্র্রহণ করে সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেলিনা পারভীন ও গাজী আসাদ তা তুলে ধরেন। এরপর একে একে মূল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, মমতাজ আহম্মেদ বাপ্পী, বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম ও সুভাষ চৌধুরী, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বারসিক প্রতিনিধি আল ইমরান। সকলে তাঁদের আলোচনায় সাতক্ষীরা জেলায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যখাতে সৃষ্ট চ্যালেঞ্জসমূহের পাশাপাশি এই দূর্যোগকালীন সময়ে মানুষ একে অপরকে কীভাবে সাহায্য সহযোগিতা করেছে, যে মানবিকতা দেখিয়েছে, তা তুলে ধরেন। এছাড়া আলোচনায় করোনার শুরুর দিকে মানুষের সচেতনতা এবং করোনার দ্বিতীয় ধাপে মানুষের অসচেতনতা, অনেক ক্ষেত্রে ডাক্তারদের দায়িত্বহীনতা, করোনা আক্রান্ত রোগীদের সাথে সমাজের মানুষের করা নির্মমতাসহ আদিবাসী বা দলিত শ্রেণির মানুষের ক্ষেত্রে চিকিৎসাসেবা প্রদানে অধিক অবহেলার বিষয় উঠে আসে। বক্তারা করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করেন।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বলেন, ঢালাওভাবে সকল জনপ্রতিনিধিদের দোষারোপ করা ঠিক নয়। তিনি টিআইবিকে ব্যক্তির নাম ধরে তালিকা করার অনুরোধ জানান। কে কে দায়িত্ব পালন করেনি, তা তুলে আনতে বলেন। যারা কাজ করেনি, তাদের যেমন তিরস্কার করা উচিত, যারা কাজ করেছে, তাঁদেরকেও প্রশংসা করা উচিৎ। এতে ভাল কাজ করার স্পৃহা বাড়ে বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে সনাক সভাপতি, সভায় যুক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সাতক্ষীরার সিভিল সার্জনের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন। শত ব্যস্ততার মধ্যেও সভায় যুক্ত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলিষ্ঠ বক্তব্য রেখেছেন বলে তাঁকে ধন্যবাদ জানান। এছাড়া সভায় যুক্ত হয়ে যারা মূল্যবান বক্তব্য রেখেছেন, তাঁদেরকে এবং যারা দীর্ঘসময় ধরে সভায় উপস্থিত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৭টি উপজেলার স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার ও ওসিসি, সাতক্ষীরা সদর হাসপাতাল, আইডিয়ালের পরিচালক মো: নজরুল ইসলাম, সলিডারিটিজ বাংলাদেশ-এর প্রতিনিধি মিজানুর রহমান, আরা সাতক্ষীরার আবুল কালাম আজাদ, ব্রাকের জেলা প্রতিনিধি একেএম আশরাফ, এনজিএফের পরিচালক আলমগীর কবির, সনাক সদস্য দিলারা বেগম, ভারতেশ^রী বিশ^াস, পল্টু বাসার, মো: অলিউর রহমান, স্বজন সহ-সমন্বয়ক রেবেকা সুলতানা ও মো: ইয়াসিন সিদ্দিক, স্বজন সদস্য আব্দুস সামাদ, মনিরুজ্জামান টিটু, সৈয়দা সুলতানা, মো: হাবিবুর রহমান, মনিরুজ্জামান মুন্না, ইয়েস দলনেতা হুমায়রা ফারজানা, ইয়েস সহ-দলনেতা মোতাহার হোসেন, ইয়েস সদস্য নিয়াজ মোর্শেদ, ইয়েস ফ্রেন্ড দলনেতা সুজিত দেবনাথ, প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: রবিউল ইসলাম।

The post সকলে মাস্ক ব্যবহার করলেই করোনার সংক্রমন ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব: সিভিল সার্জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39pkigr

No comments:

Post a Comment