Tuesday, September 21, 2021

কবিত্ব জন্মলাভ করে তৈরী করা যায় না: শেখ মফিজুর রহমান https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, কবিত্ব জন্মলাভ করে তৈরী করা যায় না। তিনি আরও বলেন, কাকতলীয়ভাবে, ঘটনাক্রমে বা দূর্ঘটনাক্রমে কোন কবিতা লেখা যায় না, কেবল কবিতা স্বত্বা যারা অন্তরে ধারণ করেন ও লালান করেন তারাই কবিতা লিখতে পারেন। গ্রামের মানুষ, প্রকৃতি, মধ্যবিত্তের টানাপোড়েন, মানবিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে কবিতা লেখার সবচাইতে বেশি অনুপ্রেরণা যুুগিয়েছে বলেও উলে¬খ করেন তিনি। সবথেকে সুন্দর সকাল ও সবথেকে সুন্দর সমাজ গঠনের জন্য যে অরুণাদয় হবে, সেই অরুণাদয়ের সাক্ষী হবার জন্য সকলকে নিরন্তর প্রতীক্ষা করার আহ্বানও জানান তিনি।

কবি শেখ মফিজুর রহমান মধ্যযুগের কবি চন্ডীদাসের কবিতার চরণ উদ্ধৃতি দিয়ে বলেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
মঙ্গলবার অপরাহ্নে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে নিজের লেখা কবিতার বই ‘নিরন্তর প্রতীক্ষা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ। এ সময় প্রধান আলোচক হিসেবে কাব্যগ্রন্থ ‘নিরন্তর প্রতীক্ষা’র উপর দীর্ঘ আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। তিনি কবিতার বইটি শুরুতেই চমক সৃষ্টি করেছেন বলেও উল্লেখ করেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের প্রশংসা করে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এমজি আযম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম (বার) ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ূন কবীর। অনুষ্ঠানে আরও আলোচনা করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আ.ক.ম রেজওয়ান উল¬াহ সবুজ, জি.পি এড. শম্ভুনাথ সিংহ ও পিপি আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে ‘নিরন্তর প্রতীক্ষা’ কাব্যগ্রন্থে উলে¬খিত কবিতা ‘সূর্য এবং আমি’ আবৃত্তি করেন কবি মন্ময় মনির, ‘নিরন্তর প্রতীক্ষা’ কবিতাটি আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার এবং ‘সহধর্মিনী’ কবিতাটি আবৃত্তি করেন, এড. এখলেছার আলী বাচ্চু।
অনুষ্ঠানে সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আইনজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

 

The post কবিত্ব জন্মলাভ করে তৈরী করা যায় না: শেখ মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u0PWuj

No comments:

Post a Comment