Tuesday, September 21, 2021

হাইকোর্টের নির্দেশে সাতক্ষীরার ঝাউডাঙায় সেই বাড়ির তালা খুলে দিয়েছে পুলিশ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: ২০২০ সালের ১৩ জুলাই সাতক্ষীরা সদরের ওয়ারিয়া গ্রামে ছয়জন নারী ও একজন শিশুকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে ঘরের দরজায় মেরে দেওয়া তালা হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দুটোর দিকে পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন এ তালা খুলে দিয়ে চাবি আবুল বাসারের হাতে তুলে দেন।

মঙ্গলবার দুপুর দুইটার সময় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ও পুলিশ পরিদর্শক বাবুল আক্তারসহ কয়েকজন পুলিশ ওয়াড়িয়া গ্রামে যেয়ে তালা খুলে দেওয়ার পর ঘরের মধ্যে কোন মালামালই নেই এবং তা লুট করা হয়েছে বলে অভিযোগ করেন নাদের আলীর স্ত্রী জামিলা খাতুন। সোনার গহনা, নগদ টাকা ও ব্যবহৃত জিনিসপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করা হয়েছে দাবি করে জামিলা খাতুন বলেন, তাদের আত্মীয় স্বজনসহ ১৫জনকে বারী মাওলানার দায়েরকৃত মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। ওই মামলায় তারা আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। হাইকোর্টে বার বার মামলার শুনানী করতে বেশ কিছু খরচ হয়েছে। এখন তালা খুলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটি হতে পারে না।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশে তালা খুলে দেওয়া হয়েছে। তবে ঘরের মধ্যে থাকা মালামালের তালিকা পেলেই আবুল বাসারকে বুঝিয়ে দেওয়া হবে। বারী মাওলানার দায়েরকৃত আবুল বাসারসহ ১৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির দু’এক দিনের মধ্যে চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

The post হাইকোর্টের নির্দেশে সাতক্ষীরার ঝাউডাঙায় সেই বাড়ির তালা খুলে দিয়েছে পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nYT7BF

No comments:

Post a Comment