Tuesday, September 21, 2021

তালার খলিষখালী ইউনিয়নে অধ্যাপক সাবীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল https://ift.tt/eA8V8J

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সোমবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তালার খলিষখালীতে অধ্যাপক সাবীর হোসেন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার বিকালে আনন্দ মিছিল বের হয়।

আনন্দ মিছিলে কয়েকশত মোটরসাইকেল, পিকাপ-ভ্যানসহ বহর নিয়ে খলিষখালীর দলুয়া, গাছাসহ বিভিন্ন বাজারে শোডাউন করে। আনন্দ মিছিল শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, গৌতম ঘটক ,প্রভাষক সরদার কামরুল ইসলাম, সুফল আইচসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

The post তালার খলিষখালী ইউনিয়নে অধ্যাপক সাবীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hTBkbj

No comments:

Post a Comment