Thursday, September 23, 2021

আশাশুনি বাজারে মুদী দোকানে চুরি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলা সদরের বাজারের মুদি দোকানে প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় চুরি। বাজারের মুদী দোকানের বাক্স ভেঙে ১৬ হাজার টাকার চুরি করে নিয়েছে এক চোর।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় আশাশুনি সদরের বাজারে অবিনাশ দাশের মুদী দোকানে।
মুদি ব্যবসায়ী জানান সকাল ১১টার দিকে ক্যাশ বাক্সে তালা দিয়ে বিশেষ কাজে বাইরে যাই। ফিরে আসার সময় দেখি দোকানের সামনে ৬শ’ টাকা পড়ে আছে। পাশেই দক্ষিণ দিকে নীল রঙের জামা গায়ে একজনকে যেতে দেখি। আমি তাকে টাকা নিয়ে যেতে বললে সে আসছি বলে চলে যায়। আমি টাকা তুলে দোকানে রেখে দিই তার অপেক্ষায়। পরে ক্যাশবাক্সে তাকিয়ে দেখি তালা ভাঙা। বাক্সের ভেতর রাখা প্রায় ১৬ হাজার টাকা নেই। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে দোকানের বাইরে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

The post আশাশুনি বাজারে মুদী দোকানে চুরি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kwweDv

No comments:

Post a Comment