Thursday, September 23, 2021

ডুমুরিয়ার থুকড়া ইউনিয়ন ভূমি অফিস জরাজীর্ণ, সংস্কারের দাবী https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার থুকড়ায় জনগুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিস ভবনটির নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। অফিস ভবনের বিভিন্ন স্হানের পলেস্তারা উঠে গিয়ে এবং ভবনের সামনের স্থানটি অস্বাভাবিক নিচু হওয়ায় জলাবদ্ধতাসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ পুরাতণ এ অফিস ভবনটি সংস্কারের অভাবে এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে যেয়ে এবং সংশ্লিষ্ট সূত্রে কথা বলে জানা গেছে, প্রায় শত বছর আগে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে থুকড়া বাজারের যতিন-কাশেম রোডের পাশ ঘেষে এ ভূমি অফিসটি স্থাপন করা হয়। এলাকার রঘুনাথপুর, রংপুর ও গুটুদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি মৌজার ভূমি মালিকরা এই অফিসে ভূমি সংক্রান্ত সেবা পেয়ে থাকেন। অর্ধশতাব্দী বছর পূর্বে নির্মিত অফিস ভবনটি কোন সংস্কার না জানালা, দরজা ভেঙ্গে গেছে। ঘরের ছাদের ঢালাই এবং পলেস্তারা খসে পড়ায় বৃষ্টির সময় পানি পড়ে নষ্ট হয় ঘরের আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র। ভূমি অফিস কার্যালয়টি ও এর সামনের খোলা জায়গার চত্বরটি রাস্তা ও আশপাশের স্হাপনার তুলনায় অন্তত চার/পাঁচ ফুট নিচু হওয়ায় প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া রাতের অন্ধকার অজ্ঞাত লোকজন অফিসের প্রবেশ দ্বারে প্রতিনিয়ত ময়লা ফেলে আবর্জনার স্তুপ সৃষ্টি করেছে। ফলে চরম দূর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবং অফিসে প্রবেশ পথ সংকীর্ণ হওয়ায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থী সাধারণ মানুষের।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভুমি উন্নয়ন কর ও সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে বিগত ১৯৪৪ সালে সরকারি ৫৫ শতাংশ জমিতে এ ভূমি অফিসটি স্থাপিত হয়।
সেই থেকে এ অফিসের অধীনে রংপুর, রঘুনাথপুর ও গুটুদিয়া ইউনিয়নের ভূমির মালিকগণ তারা যথাযথ ভূমি উন্নয়ন কর ও রাজস্ব প্রদান করে আসছেন।
তাছাড়া ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নথিপত্র প্রাথমিকভাবে সংরক্ষণের জন্য ভূমি অফিসটি যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে।
কিন্তু দীর্ঘদিন যাবৎ পুরাতন ওই অফিস ভবনটি জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে কাজকর্ম করতে হচ্ছে দায়িত্বরত তহসীলদার এবং সহায়কদের। এ কারণে চলতি বর্ষা মৌসুমে সামন্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে অফিস চত্বর এলাকায়। ফলে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে কর প্রদান করতে আসা সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, জরাজীর্ণ ভবন সংস্কার,মাটি দ্বারা মাঠ ভরাট, ময়লার স্তুপ অপসারণ করা জরুরি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভূৃমি অফিসে আসা সেবা প্রার্থী এলাকার গাজী আব্দুস সালাম, তকিম উদ্দিন জোয়াদ্দার, সালাহ উদ্দীন, শেখ সোরয়ার হোসেন, জিএ ফিরোজসহ অনেকেই জানান, জরাজীর্ণ তহসিল অফিস ভবনটি পুন:সংস্কার, অফিস চত্ত¡র মাটি দ্বার উন্নয়ন এবং ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ জানান, তদন্ত সাপেক্ষে তহসীল অফিস উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।

The post ডুমুরিয়ার থুকড়া ইউনিয়ন ভূমি অফিস জরাজীর্ণ, সংস্কারের দাবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u6Kwhc

No comments:

Post a Comment