Thursday, September 23, 2021

শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের সচেতনতামূলক ক্যাম্পেইন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে করোনা সচেতনতায় মাক্স পরিধান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত¡রে এ ক্যাম্পেইনের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম।

ক্যাম্পেইনে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স পরিধান করা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাকার্ড প্রদর্শন ও মাস্ক বিতরণ করেন।

মাস্ক পরিধান ক্যাম্পেইন প্রসঙ্গে শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম জান্নাতুল নাঈম বলেন, দেশে করোনা সংক্রমণের হার কিছুটা কমার পর থেকে অনেকেই অসচেতনভাবে চলাফেরা করছেন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে অনেকের মাঝে অনীহা দেখা যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সবার মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। সবাইকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম জান্নাতুল নাঈম, কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহরাব হোসেন ইমন, শেখর শান্ত, শরুব সদর ইউনিটের স্বেচ্ছাসেবী মনিরুজ্জামান বাবু, সুমাইয়া আক্তার, আশা, সুমাইয়া আক্তার সুমি, শুভ প্রমুখ।

The post শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের সচেতনতামূলক ক্যাম্পেইন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ADNVXx

No comments:

Post a Comment