Saturday, April 25, 2020

পাটকেলঘাটার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাষ ঘোষের ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটার রাজেন্দ্রপুর গ্রামের রাজ বিহারীর পুত্র প্রভাষ ঘোষ তার ব্যক্তি উদ্যোগে  শনিবার সকাল ৮টায় করােনায় কর্মহীন রাজেন্দ্রপুর,অামতলাডাঙ্গা,লালচন্দ্রপুর তৈলকুপি গ্রামের অসহায় ৫০ পরিবারের মধ্যে ৫ কেজি চাল,৩কেজি অাটা,১কেজি ডাল,১কেজি অালু,পেয়াজ,১টা সাবান বিতরণ করেন।  এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার,অরুন ঘোষ সমীর প্রমুখ।

পাটকেলঘাটা প্রতিনিধি:

The post পাটকেলঘাটার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাষ ঘোষের ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KzzQ4Y

No comments:

Post a Comment