Monday, May 25, 2020

আগরদাঁড়ীতে জামাত নেতার ইমামতিতে হাজার মুসল্লি নিয়ে ঈদের নামাজ (ভিডিও) https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের আগরদাঁড়ী মাদ্রাসা মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। এখানে একটি মাত্র জামাত হয়েছে। একাধিক জামাত হবে বা বাইরে জামাত হবে না এমন কেন সিদ্ধান্ত নেইনি মদজিদ কর্তৃপক্ষ। এই মসজিদের বড় মাতব্বর আক্তার ফারুক। তিনি যা বলেন তাই হয়। অথচ এই ঈদগাহের চার পার্শে বড় বড় মসজিদ রয়েছে। এসব মসজিদগুলোর মধ্যে আগরদাড়ী সরদার পাড়া জামে মসজিদ, আগরদাড়ী কারিগরপাড়া জামে মসজিদ, আগরদাড়ী বল্ডফিল্ড জামে মসজিদ, আগরদাঁড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ ইত্যাদী। এসব মসজিদ কর্তৃপক্ষও মসজিদে নামাজের ব্যপারে কোন পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, আগরদাড়ী মাদ্রাসা সংলগ্ন মসজিদ ও ঈদগা কর্তৃপক্ষ সরকারের কোন নির্দেশনাই মানেননা। সংযুক্ত ছবিটি তাই প্রমান করে। উল্লেখ্য এই ঈদগাহে উপস্থিত থাকবেন আগরদাড়ী মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল খালেক এ মর্মে বিভিন্ন মসজিদে ও মসজিদের মাইকে পূর্বেই প্রচার করা হয়েছিল। প্রসঙ্গত মুহাদ্দিস আব্দুল খালেক জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির। বর্তমানে জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য। অনলাইন ডেস্ক:

The post আগরদাঁড়ীতে জামাত নেতার ইমামতিতে হাজার মুসল্লি নিয়ে ঈদের নামাজ (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xufr7c

No comments:

Post a Comment