Tuesday, September 29, 2020

সাতক্ষীরার মাধবকাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটিতে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।
নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনী এলাকার মোফাব্বর আলীর ছেলে রাকিবুর রহমান (২৪) ও শহরের মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর রহমান (২৮)।
আহতরা হলেন, শহরের বদ্দিপুর কলোনী এলাকার শামসুর রহমনের ছেলে আসাদুল ইসলাম ও সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহজান কবিরসহ তিন জন। আহতদের মধ্যে আসাদুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মাটিবহনকারী ট্রলিটি মাধবকাটি বাজার মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় যশোর অভিমুখে যাওয়া তিন আরোহীসহ একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন। এ সময় আহত হন আরো তিন জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে ট্রলিটি।

পত্রদূত ডেস্ক:

The post সাতক্ষীরার মাধবকাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jdRYRC

No comments:

Post a Comment