Monday, September 28, 2020

শ্যামনগরে কৃষক সমাবেশ https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নবলোকের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপত্বিতের কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এসএম মোস্তফা কামাল, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু নবলোক প্রকল্প কর্মকর্তা মো. আবু কাসেদ, প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কৃষক সমাবেশে কৃষকদের কৃষি কাজে আধুনিকতায় উদ্বুদ্ধ করণ, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার আগ্রহ সৃষ্টি, জলবায়ু প্রভাবের ফলে খাপ খাওয়ানো কৌশল আয়ত্ব করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা ও কৃষি বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শ ও সহায়তা গ্রহণ করা।

The post শ্যামনগরে কৃষক সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HF8yfi

No comments:

Post a Comment