নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেমাবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৬ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।
মৃত ওই বৃদ্ধ হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৭৫)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শ^াসকষ্ট, ডায়াবেটিস, প্রেসার ও হার্টের সমস্যাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম গত ২৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
The post করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33aZDue
No comments:
Post a Comment