Sunday, September 27, 2020

কলারোয়ার ধানদিয়ায় রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ https://ift.tt/eA8V8J

অনুমতি ছাড়াই কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজার এলাকার রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ধানদিয়া-ত্রিশমাইল রাস্তার পাশে তার এক ফালি জমি রয়েছে চকজয়নগর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ধানদিয়া চৌরাস্তা বাজারে সার ও
কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন গাজীর। সেই জমির ফসল নষ্ট হওয়ার সুবাদে সরকারি রাস্তার পাশে থাকা আম গাছটি কেটে দিয়েছেন প্রশাসনের অনুমতি না নিয়েই ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার। আম গাছটি কেটে দেওয়ার ঘটনাটি ধানদিয়া চৌরাস্তা বাজার কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জয়নগর ইউনিয়ন ভূমি
অফিসে জানানো হলে ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাছ কাটার বিষয়ে ধানদিয়া বাজার কমিটির সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আনোয়ার হোসেন গাজী জানান, আম গাছটি তার জমির ফসল নষ্ট করছে। তাই তিনি স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে গাছ কেটেছেন।

জয়নগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসের কর্মকর্তা আজিজ হাসান জানান, গাছ কাটার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ার ধানদিয়ায় রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36aBJ41

No comments:

Post a Comment