Tuesday, September 29, 2020

যশোরের শার্শা সীমান্তে ১৩টি স্বর্ণেরবারসহ নারী আটক https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: বেনাপোল ভারতে পাচারকালে যশোরের শার্শা পাচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোজি ওজনের ১৩টিঁ স্বর্ণের বারসহ পপি খাতুন নামের এক নারীকে আটক করেছে বিজিবি। তিনি পুটখালি গ্রামের কালাম হোসেনের স্ত্রী।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহি জানান, পাটভুলোট সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ পাচারকারীদল ভারতে স্বর্ণ পাচার করছে জানতে পারে বিজিবি। মঙ্গলবার বিকালে একদল বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটক করে পপিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১কেজি ৫০০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। আটককৃত স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

The post যশোরের শার্শা সীমান্তে ১৩টি স্বর্ণেরবারসহ নারী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cIEsTA

No comments:

Post a Comment