Wednesday, September 30, 2020

আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সভায় অন্যদের মধ্যে মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার সারমিন চৌধুরী ও ট্রেইনার আফরোজা সুলতানা আলোচনা করেন। উপজেলা মহিলা দপ্তরের ট্রেনিং সেন্টার ভেঙে ফেলানো হলেও প্রশিক্ষাণার্থীদের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা না করায় চরম সমস্যার কথা তুলে ধরে সভার সভাপতি দাবী করেন, ট্রেনিং রুমের ব্যবস্থা না করে ট্রেনিং সেন্টার ভেঙে ফেলানোয় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বিঘিœত হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

The post আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jiTFNJ

No comments:

Post a Comment