কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে ৪ জুয়াড়ীকে আটক করছে কপিলমুনি ফাঁড়ী পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ীর এএসআই এনামুল হক ও এটিএসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ৮টায় কপিলমুনি বাজারের বালির মাঠে অভিযান চালায়।
এসময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ীকে করে আটক করে। আটককৃতরা হলো-কপিলমুনির মো. আইনুদ্দীন সরদারের ছেলে মো. আজিজ সরদার (৩০), একই গ্রামের সাত্তার মোড়লের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৪), নগর শ্রীরামপুর গ্রামের মো. আকিল ঢালীর ছেলে মো. জুলফিক্কার জুয়েল (২৮) ও একই গ্রামের মৃত রফিক গাজীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৩০)। কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘জুয়াড়ীদের আটকের পর পাইকগাছায় থানায় সোপর্দ করা হয়েছে। জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর ২৪, তাং ৩০-৯-২০২০।
The post কপিলমুনিতে ৪ জুয়াড়ী আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kYCoK4
No comments:
Post a Comment