Sunday, September 27, 2020

খুলনায় রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন https://ift.tt/eA8V8J

৩৯৬তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিদের্শনা মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সবসময় মাস্ক ব্যবহার করা, প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং খু’দবায় মুসল্লিদের সচেতনতা সৃষ্টির জন্য অতিথিরা ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি করেছেন। প্রায় দুই হাজার পাঁচশত কোটি টাকা ব্যয়ে পাঁচশত ৬০টি মডেল মসজিদ নির্মাণাধীন রয়েছে। মুজিববর্ষে একশটি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা আছে। তাঁরা আরও বলেন, করোনাকালে কওমী মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও গণশিক্ষার শিক্ষকদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষকদের বেতন সরকার পাঁচশত টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করেছে।

ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ডাঃ একেএম মুজতবা আলী।

পাঁচ দিনব্যাপী এ কোর্সে খুলনা জেলার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম অংশ নেন।

তথ্যবিবরণী

The post খুলনায় রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36eoAqC

No comments:

Post a Comment