পত্রদূত ডেস্ক: শহরে আবারও একের পর এক চুরির ঘটনা ঘটছে। চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্নতায় রাত কাটছে শহরবাসির। অথচ এ এলাকায় রয়েছে পুলিশ ফাঁড়ি। পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া, গড়েরকান্দা, কুখরালি, চালতেতলা, কামালনগর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানান বাসিন্দারা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে ইটাগাছা পূর্বপাড়ার ইয়াসিন মোল্যা বাবুর চায়ের দোকান থেকে চার্জার ব্যাটারি, একইরাতে ওই এলাকার মারুফ হোসেনের বাড়ি থেকে বাইসাইকেল চুরি হয়। একই রাতে পাশের ঢালী বাবুর বাড়ি থেকে হাঁস চুরি হয়। এছাড়া রবিউল ইসলামের বাড়ি থেকে হাঁস চুরির সময় স্থানীয় টের পায়। এসময় চোর হাঁস ফেলে পালিয়ে যায়।
রবিবার একই এলাকার ই¯্রাফিলের বাড়িতে চুরি হয়। এর আগে ইটাগাছা পূর্বপাড়ার গণেশ পালের বাড়ি থেকে কার্তিক পালের ইজিবাইকের ব্যাটারি, ফ্যান ও অন্যান্য জিনিষপত্র চুরি হয়। এছাড়া গড়েরকান্দা বুশরা প্রিক্যাডেট স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এভাবে প্রায় প্রতি রাতে কোন না কোন বাড়িতে ঘটছে চুরির ঘটনা। এলাকাবাসি এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
The post শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33ddQa7
No comments:
Post a Comment