তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। সাতক্ষীরা পৌর ৫ নং ওয়ার্ডের বাটকেখালী গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা ব্যক্তিরা হলেন বাটখেখালী গ্রামের আনছার আলীর পুত্র সেলিম হোসেন (৩৩) ও সেলিম হোসেনের স্ত্রী শিখা পারভীন(২৫)।
আহত ব্যক্তিরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সদস্যেরা জানান, সেলিম হোসেনের আপন ভাই আলিম এর বাড়িতে যাতায়াত করতেন আলিমের বন্ধু আলাউদ্দীন। সেই কারনে ওই বন্ধু আলাউদ্দীনকে বাড়িতে আসতে আলিমকে নিষেধ করেন সেলিম হোসেন ও তার স্ত্রী শিখা পারভীন।
কিন্তু আলিম এসব ব্যাপারে কোনো কর্ণপাত করতো না। একপর্যায় সেলিম ও তার স্ত্রী শিখা পারভীন এবিষয়ে প্রতিবাদ করায় গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সেলিম হোসেনের বাড়ির ভিতর আলিম ও তার বন্ধু আলাউদ্দীন ঢুকে সেলিম ও তার স্ত্রীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন।
এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের হাত থেকে রক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।
নিজস্ব প্রতিনিধি:
The post শহরের বাটকেখালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jjoDVK
No comments:
Post a Comment