Monday, September 28, 2020

কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাতে দোয়া https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও পারুলগাছা প্রগতি সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর উপজেলার পারুলগাছা গ্রামে মরহুমের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের কর্মময় রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেন চৌমুহনী দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত ওসিএলএসডি আব্দুর রশিদ ঢালী প্রমুখ। চাঁচাই রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় মিলাদ মাহফিল পরিচালনা ও মরহুম আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পানিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

 

এসময় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার, দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্যা কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, ৩নং ওয়ার্ডের মেম্বার আফসার উদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চুসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

The post কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাতে দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iik7G0

No comments:

Post a Comment