নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ভোমরা স্থলবন্দরের আয়োজনে বুধবার দুপুরে স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে ওই সভা মতবিনিময় সভা হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) একেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন, ডিজিএফআই’র সহকারী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দরের সহকারি কমিশনার (রাজস্ব) মো. আমির মাহমুদ, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, আমদানীকারকদের পক্ষে রাম কৃষ্ণ চক্রবর্তী, দীপঙ্কর ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম।
ভোমরা বন্দরের ব্যবসায়ীরা এ সময় বন্দরের লেবার বিল ডাবল না নেয়ার দাবী জানিয়ে বলেন, এ বন্দরে উপযুক্ত অবকাঠামো ও মালামাল আনলোডের ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করতে পারেন না। ব্যবসায়ীদের দাবীর মুখে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম তারিকুল ইসলাম ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলামকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন।
The post ভোমরা স্থলবন্দরের মতবিনিময় করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান লেবার বিল দুইবার না নেয়ার দাবী ব্যবসায়ীদের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33e10Zb
No comments:
Post a Comment