বোন ও ভগ্নিপতির রোশানল থেকে নিজ স্ত্রীকে রক্ষা করতে যেয়ে শাররীকভাবে লাঞ্চিত হয়েছেন কলেজ শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ। রোববার বেলা এগারটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের নেকজানিয়া বিদ্যালয় সংলগ্ন গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলার শিকার হয়ে মাথা এবং বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত কলেজ শিক্ষককে তাৎক্ষণিক জরুরী চিকিৎসা সেবা দিয়ে নিজ বাড়িতে পাঠিয়েছে চিকিৎসকরা।
প্রভাষক মাসুম বিল্লাহ জানান রোববার বাজার থেকে বাসায় ফিরে তার স্ত্রীর সাথে আপন বোন মাহমুদা এবং ভগ্নিপতি মোহাম্মদ আলী গাজীকে বাদানুবাদে জড়াতে দেখেন। এক পর্যায়ে তারা স্ত্রীর উপর চড়াও হওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।
এসময় বোন ও ভগ্নিপতির সাথে মিলে ঐ কলেজ পড়–য়া ছেলে মেহেদী হাসান লাঠি নিয়ে তার উপর হামলা করে। শিক্ষক নেতাদের সাথে পরামর্শ করে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেনে বলেও জানান।
অভিযুক্ত মোহাম্মদ আলী জানান আমি মারধর করিনি, ভাই বোনের ঝগড়া মিটমাট করার চেষ্টা করছিলাম। মাহমুদা খাতুন বলেন, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হওয়াতে একটু হাতহাতির ঘটনা ঘটলেও মিমাংসা হয়ে যাবে।
শ্যামনগর প্রতিনিধি:
The post শ্যামনগরে স্ত্রীকে উদ্ধার করতে যেয়ে কলেজ শিক্ষক লাঞ্চিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mSKo0R
No comments:
Post a Comment