দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে ২জনসহ মোট ৩জনকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে ২৯-০৯-২০২০ তারিখে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা সদর এলাকা থেকে পিকআপযোগে মোবাইল টাওয়ারের ব্যাটারী ও জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদী চুরি করে নিয়ে যাওয়ার সময় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
আটককৃতরা হলো খুলনার দৌলতপুর থানার মহেশ^রপাশা এলাকার আলম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৩৪) ও একই এলাকার আনোয়ার মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩২)। তাদের নিকট থেকে ৬টি ব্যাটারী ও জেনারেটর যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। চোরাই ব্যাটারী, জেনারেটর উদ্ধার।
এছাড়া বিশেষ অভিযান পরিচালনাকালে ২৮-০৯-২০২০ তারিখ এসআই নয়ন কুমার চৌধুরী দেবহাটা থানাধীন সিআর ৪১/২০ (দেব:) পি-১৫৯/২০, পি-১৬১/২০, পি-১৬২/২০ এর আসামী আব্দুর রশিদ (৫৭), আব্দুর রহমান (৩৩) ও রহিমা বেগমকে গ্রেপ্তার করেন।
The post দেবহাটায় মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির অভিযোগে ৩ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3idR5Y2
No comments:
Post a Comment