তালা প্রতিনিধি: তালায় নারী ও শিশু সুরক্ষা কমিটির (প্রেশার গ্রুপ) সভা মঙ্গলবার সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নেট টু রাইটস ও দি সোয়ালজ ইন ডেনমার্ক’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেশার গ্রুপের সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা।
ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান প্রভাষক অচিন্ত্য সাহা’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সূর্য্যকান্ত পাল, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, ইমাম আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান, ইউপি সদস্য নাসিমা ময়না, রেহেনা বেগম, ভূমিজ ফাউন্ডেশ’র প্রকল্প কর্মকর্তা শ্যামল দেবনাথ, বিবাহ রেজিস্ট্রার মো. নেসার উদ্দীন ও অন্ত্যজ নেত্রী সোমা সরকার প্রমুখ বক্তৃতা করেন। সভায়, নারী ও শিশু সুরক্ষা, জেন্ডার বৈষম্য কমানো ও পারিবারিক সহিংসতা রোধসহ করোনা ভাইরাস প্রতিরোধ’র উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
The post তালায় নারী ও শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cJ4kyH
No comments:
Post a Comment