Friday, May 28, 2021

সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প https://ift.tt/eA8V8J

সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে পর পর দু’বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে দেখা গেছে।অনেকেই সড়কে গাড়ি রেখে নেমে পড়েন।

তবে সিলেট আবহাওয়া অফিস সঙ্গে সঙ্গে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

The post সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RLL1ij

No comments:

Post a Comment